1. live@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ : জিমাউফা কণ্ঠ
  2. info@www.jimaufakantho.com : জিমাউফা কণ্ঠ :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমতলীতে শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেফতার ১ জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন শতাধিক মানুষ সার্বিক সহযোগীতায় এমপি প্রার্থী মোবারক হোসাইন পরিচালনায় আইয়ূব আলী হাওলাদার আমতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত দুমকী উপজেলার মুরাদীয়ায় শিক্ষা নয়, স্বার্থের ব্যবসা: দুই চাকরিতে তিন শিক্ষক। দুমকী – বাকেরগনজ, দু, উপজেলার,চার বছরেও শুরু হয়নি জলিসা- নলুয়া সেতুর নির্মাণ কাজ। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসান সাধারণ সম্পাদক নাসিম পটুয়াখালী ভার্সিটিতে, পরিদর্শনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান: আধুনিক ব্যায়ামাগার ভবনের উদ্বোধন। দুমকি উপজেলায়, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান হাওলাদারকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। দুমকি উপজেলায়,ইলিশের প্রজনন মৌসুমে আড়াই লাখ মিটার জাল জব্দ, ১৩ জেলের কারাদণ্ড। ১০টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়। সাংবাদিক নিপীড়নের ঘনঘটা, সাংবাদিকতায় শ্বাসরোধ

বিশ্ব নদী দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের গণ-গোসল কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

বিশ্ব নদী দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের গণ-গোসল কর্মসূচি

প্রতিবেদক ঃ মোঃ আনোয়ার হোসেন।

নদী বাঁচাতে নদীতে আসুন শ্লোগানে ব্যতিক্রমী আয়োজন
বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী গণ-গোসল কর্মসূচি। নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন “তরী বাংলাদেশ” এ কর্মসূচির আয়োজন করে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের ভাদুঘর বাজার ঘাটে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) জনাব রঞ্জন চন্দ্র দে। তিনি বলেন নদী এখন অতিমাত্রায় দূষিত হচ্ছে। এর দায় যেমন ব্যক্তির, তেমনি বিভিন্ন প্রতিষ্ঠানেরও। সরকার নদী সুরক্ষায় আন্তরিক। তরী বাংলাদেশের এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ অবশ্যই প্রশংসার যোগ্য।

তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন তিতাস নদী আমাদের প্রাণ। অথচ দখল-দূষণে তার দম বন্ধ হয়ে আসছে। মানুষকে নদীমুখী করতে পারলেই নদী প্রাণ ফিরে পাবে।

তিনি আরও জানান, জনগণের সচেতনতা ও সরকারি দপ্তরের নজরদারির সমন্বয়ে নদীর পানি, সীমানা, নাব্যতা ও জীববৈচিত্র্য রক্ষা সম্ভব হবে, যা দেশীয় মাছ ফিরিয়ে আনতে সহায়ক হবে।

আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সোহেল রানা ভূইয়া, সুশান্ত পাল, খাইরুজ্জামান ইমরান, মোস্তফা দেলোয়ার, আব্দুর সাকির ছোটন, জুবাইদুর রহমান মেহেদী, শাকিল আহমেদ প্রমুখ বক্তৃতা দেন। তারা বলেন, গণ-গোসল শুধু প্রতীকী আয়োজন নয়, বরং নদীর সঙ্গে মানুষের সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন পুনঃস্থাপনের বার্তা বহন করে।

কর্মসূচিতে তরী বাংলাদেশের বিভিন্ন ইউনিটের সদস্য ছাড়াও স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, পরিবেশকর্মী, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক এবং নদী তীরবর্তী সাধারণ মানুষসহ শতাধিক অংশগ্রহণকারী গণ-গোসল কর্মসূচিতে অংশ নেন।

আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী বলেন নদী সুরক্ষায় তরী বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করছে। ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট