
কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: – শেখ কামরুজ্জামান( রানা )।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুর ও বর্ষা প্লাবিত জলাশয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলা পরিষদের বড় পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচীর শুভ উদ্বোধন গেপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে ১১২ টি প্রাতিষ্ঠনিক পুকুর ও ৫ টি বর্ষাপ্লাবিত প্লাবনভুমিতে ১৭ মেট্রিক টন পোনা মাছ অবমুক্ত করা হয়।

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প ও দেশীয় প্রজাতীর মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উক্ত কর্মসূচী বাস্তবায়ন করে কোটালীপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
মাছের পোনা অবমুক্তকালে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, প্রাণীসম্পদ অফিসার ডা. মো: মিরাজ হোসেন, কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনসার আলী, খামার ব্যজবস্থাপক তানজিলা আক্তার নিপাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা- কর্মচারী ও মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্ত শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদের পাশে লেকের সৌন্দর্যবর্ধন ও বসার স্থান নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি মডেল মসজিদের নির্মাণ কাজ ঘুরে দেখেন এবং অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন।