ছাতকে আনসারের উপ- মহাপরিচালক জিয়াউল হাসানের পূজাঁ মন্ডপ পরিদর্শন।
জামরুল ইসলাম রেজা,
ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের কয়েকটি পূজাঁ মন্ডপ পরিদর্শন করলেন আনসার বাহিনীর সিলেট রেঞ্জের উপ- মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান। তিনি সোমবার বিকেলে শহরের রেলওয়ে কলোনিস্থ মহামায়া পূজাঁ মন্ডপ পরিদর্শন কালে মতবিনিময় করেন পূজাঁ উদযাপন কমিটির সভাপতি তপন পাল ও সাধারণ সম্পাদক জন্টুদাসের সাথে। শিববাড়ি পূজাঁ মন্ডপ পরিদর্শন কালে মতবিনিময় করেন পূজাঁ উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন দেবনাথ ও সাধারণ সম্পাদক সুব্রত চন্দের সাথে ও কালিবাড়ি পূজাঁ মন্ডপ পরিদর্শন কালে মতবিনিময় করেন পূজাঁ উদযাপন কমিটির সভাপতি অরুণ দাস ও সাধারণ সম্পাদক অমিতাভ দাস অমিত এবং অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস নিতাইয়ের সাথে। পূজাঁ মন্ডপ গুলো পরিদর্শন কালে উপ- মহাপরিচালক মোঃ জিয়াউল হাসানের সাথে ছিলেন সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম এবং আরও উপস্থিত ছিলেন বয়সে তরুণ উদ্বিপ্ত যুবক উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল কাদির। উপ-মহাপরিচালক জিয়াউল হাসান পূজাঁ মন্ডপ গুলো পরিদর্শন কালে মন্ডপ কতৃপক্ষের কাছে জান্তে চান কোন ধরনের সমস্যা বা কোন অসুবিধা আছে কিনা এবং আইন শৃঙ্খলা ভঙ্গের আশংকা রয়েছে কিনা।এসময় সকলেই বলেন আইন শৃঙ্খলা ভঙ্গের কোন আশংকা নেই। ছাতকে উৎসব মোখর পরিবেশে পূজাঁ উদযাপন হবে। জিয়াউল হাসান বলেন সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসব মোখর পরিবেশে পূজাঁ উদযাপন হোক এটাই আমাদের চাওয়া।