
কবিতা – বৃক্ষ লেখক- মশিউর রহমান
আমার মাথার উপর ছাতা নাই
আছে একটা বৃক্ষ।
বৃক্ষ থাকে অনেক দূর
আমার যত স্বপ্ন।
স্বপ্ন পূরণ হতেই থাকে
বৃক্ষ ছায়াতলে আমায় রাখে।
ছাতা হারিয়ে বৃক্ষের কাছে
বৃক্ষের আশায় পরবাসে।
ভাবছি থাকবো ছাতার নিচে
ছাতা ঠেলে পরবাসে।
ছাতা বুঝবে সুসময়ে
বৃক্ষ সর্বদাই রাখবে পাশে।
ছাতার আশা ত্যাগ করে
আমি যাচ্ছি বৃক্ষের কাছে।