
ঘাটাইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত
মোঃ মশিউর রহমান, টাংগাইল জেলা প্রতিনিধিঃ
টাংগাইল জেলার ঘাটাইল উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ৫ অক্টোবর রবিবার সকাল ১০ঃ০০ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ সাহেবের সভাপতিত্বে বর্ণাঢ্য
র্যালি ও আলোচনা সভার কার্য পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিবুন নেছা, সাবেক সভাপতি মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজ্জত হোসেন, ঘাটাইল সরকারি পাইলট

উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সম্পাদক এস.এম. জুয়াহের আলী,উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার ফকরুল ইসলাম, সাগরদীঘি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, গারট্ট মাদ্রাসার সুপার দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলি এসময় উপস্থিত ছিলেন।