
আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মাহবুব হোসেন সারমাত ও নয়াদিগন্ত পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি রনী আহম্মেদের ছোট ভাই জুয়েল খানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদ দাতা – শেখ কামরুজ্জামান (রানা)।

আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মাহবুব হোসেন সারমাত ও নয়াদিগন্ত পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি রনী আহম্মেদের ছোট ভাই জুয়েল খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩ টায় কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান শেখ জুয়েলের সভাপতিত্বে ও সদস্য সচিব দৈনিক ভোরের আলো পত্রিকার প্রতিনিধি কালাম তালুকদার সঞ্চালনায় আলোচনা সভায় দৈনিক শেষ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর হোসেন, নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি রনী আহম্মেদ, ইনকিলাবের প্রতিনিধি এফ এম মিরাজুল সৈকত, সংগ্রামের প্রতিনিধি জিয়াদুল ইসলাম, কান্ট্রি টুডে পত্রিকার প্রতিনিধি হৃদয় হাওলাদার, ডেইলি মর্নিং গ্লোরী পত্রিকার বুলবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ প্রয়াত মাহবুব হোসেন সারমাত ও সাংবাদিক রনী আহম্মেদের ভাই জুয়েল খানের স্মৃতিচারণ করেন এবং তাদের পরিবারের পাশে থেকে সকল ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন । পরে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য গত ১০অক্টোবর শুক্রবার বিকালে সাংবাদিক মাহবুব হোসেন সারমাত গোপালগঞ্জ শহরে তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ১১ অক্টোবর দুপুরে গোপালগঞ্জ আলীয়া মাদরাসায় মরহুমের জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে দাফন করা হয়।
অন্যদিকে সাংবাদিক রনী আহম্মেদের ভাই জুয়েল খান, গত ৯ অক্টোবর রাতে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ১০ অক্টোবর সকাল ১১ টায় কোটালীপাড়া উপজেলার পূর্বপাড়া গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।