
আলতাফ হোসেন চৌধুরী মনোনয়ন পাওয়ায় পটুয়াখালী ভার্সিটির জিয়া পরিষদের শুভেচছা ও মতবিনিময় সভা।।
জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :
সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী- ১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাওয়ায় জিয়া পরিষদ,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড.হাসিব মোহাম্মদ তুষার এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এর জিয়া পরিষদের নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় সভা।
৪ নভেম্বর আলতাফ হোসেন চৌধুরী বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিগত নির্বাচনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভূমিকার প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দলের বিজয় ভূমিকা রাখার আহ্বান জানান। মতবিনিময় সভায় জিয়া পরিষদ নেতৃবৃন্দের পক্ষে জিয়া পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু বকর সিদ্দিক আগামী নির্বাচনে জিয়া পরিষদ নেতৃবৃন্দ প্রত্যক্ষ ভূমিকার মাধ্যমে আলতাফ হোসেন চৌধুরী মহোদয় কে সংসদ সদস্য নির্বাচিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে জিয়া পরিষদ নেতৃবৃন্দের পক্ষে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম টিটু, মাহফুজুর রহমান সবুজ,শাহজালাল, জসিম উদ্দিন, ফারুক হোসেন, ডাক্তার মিজানুর রহমান মাহবুব, আরিফুর রহমান নোমান, মাহমুদ আল জামান, লোকমান হোসেন মিঠু, ইকবাল হোসেন,ইলিয়াস উদ্দিন,সুইন আহমেদ, মেহেদী হাসান, মোশাররফ হোসেন, মাহবুব রহমান সহ বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।